Logo

সারাদেশ

প্রত্যাহার দাবি

বরগুনায় মনোনয়ন জমায় ‘বাধা’, ইউএনও’র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:১৮

বরগুনায় মনোনয়ন জমায় ‘বাধা’, ইউএনও’র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

ছবি : বাংলাদেশের খবর

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ইসরাত জাহানের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে দলটির মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ইসরাত জাহানের প্রত্যাহারও দাবি করেন তিনি।

নূরুল ইসলাম বলেন, ‘আমরা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাড়ে দুইটার দিকে পৌঁছাই। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় শুনতে পাই, একটি দলের প্রার্থী ইউএনওর রুমে বসে আছেন। এতে আমাকে প্রায় এক ঘণ্টা বসে থাকতে হয়। ওই প্রার্থীর চলে যাওয়ার পর বিকেল সোয়া চারটার দিকে আমি ইউএনওর রুমে ঢুকি।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে সাতজন লোক ঢুকলে ইউএনও পাঁচজনের বেশি থাকতে না দেওয়ায় দুজনকে বের করে দিই। এরপর ইউএনও বাথরুমে যান এবং সেখানে ২৫ থেকে ৩০ মিনিট সময় কাটান। পরে তিনি বেরিয়ে এলে সময় তখন বিকেল ৪টা ৪৬ মিনিট। এতে আমি বিরক্ত ও ক্ষুব্ধ হই।’

প্রার্থী দাবি করেন, ‘আমি বলি, আপনি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র গ্রহণ না করলে সন্ধ্যা ৫টার পর আর নেওয়া সম্ভব হবে না। আপনি একজনের জন্য এক ঘণ্টা ব্যয় করেছেন, কেন সময় কাটাচ্ছেন? এরপর আমি জানাই, আমি বামনা ও বেতাগীতেও মনোনয়নপত্র জমা দিয়েছি। তাই এখানে আর জমা দেওয়ার প্রয়োজন নেই বলে তার রুম থেকে বের হয়ে আসি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ইউএনওর এমন আচরণ দুঃখজনক ও অসন্তোষজনক। তার পক্ষপাতদুষ্ট আচরণের কারণে তিনবারের সাবেক এমপি হিসেবে আমি আহত হয়েছি। আমার কর্মীরাও মনে করেন, তার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তার এখানে থাকা উচিত নয়।’

নূরুল ইসলাম জানান, বিষয়টি তিনি নির্বাচন কমিশনের এক কর্মকর্তাকে অবহিত করেছেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইসরাত জাহানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি গ্রহণ করেননি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন ইউএনও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর