বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন : শুনু সভাপতি, লিটন সম্পাদক
শেখ আবু তালেব, বাগেরহাট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। এসময় প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির ইয়ামিন আলী, অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার আমিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক পদে আরটিভির এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক সময়ের খবর, বাংলানিউজ২৪.কম ও স্টার নিউজ টেলিভিশনের এস. এস. শোহান, ক্রীড়া সম্পাদক পদে চ্যানেল ২৪-এর আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাহী সম্পাদক পদে সময় টিভির আলী আকবর টুটুল, এনটিভির তরফদার রবিউল ইসলাম, জন্মভূমির মোল্লা আব্দুর রব, বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, গ্লোবাল টিভির সোহেল রানা বাবু ও দৈনিক ভোরের দর্পণের সৈয়দ শওকত হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এআরএস

