'মাটি খেকো' সিন্ডিকেট
বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬
লালমনিরহাটের কালীগঞ্জে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত ২৭ ডিসেম্বর দৈনিক বাংলাদেশের খবর অনলাইনে “মাটি খেকো সিন্ডিকেট: লালমনিরহাটে ইটভাটার থাবায় ধ্বংস ফসলি জমি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
সংবাদ প্রকাশের পর আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ফসলি জমিতে মাটি কাটার দায়ে ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
দলগ্রাম ইউনিয়নের পাটোয়াটারী ও মধুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদ ইশরাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি কাটার ফলে কৃষি জমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলো, যা দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা দৈনিক বাংলাদেশের খবর পত্রিকাকে ধন্যবাদ জানান এবং অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।
আইএইচ/

