মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. মঈন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই ড. মঈন খান জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি নিজ বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মা মরহুমা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন। সেখানে তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরে নিজ গ্রামে গিয়ে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কাছ থেকে দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন।
এ সময় ড. আবদুল মঈন খান বলেন, ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করব।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মো. বেলায়েত হোসেন/এমবি

