গাইবান্ধার দুই আসনে জামায়াত প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সভাকক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মোল্লা।
গাইবান্ধা-সুন্দরগঞ্জ আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালমা আকতার, মোস্তফা মহসিন, রমজান আলী ও মাহফুজুল হক সরদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সিপিবির প্রার্থী মিহির ঘোষ, খেলাফত মজলিশের প্রার্থী গোলাম আজম ও ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই সভায় সংশ্লিষ্ট প্রার্থী, তাদের সমর্থক ও নির্বাচন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান/এমবি

