Logo

সারাদেশ

ঝিনাইদহে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৩

ঝিনাইদহে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় বড়দাহ পুরানো ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭) ও চালকের সহকারী একই গ্রামের জাফর মিয়ার ছেলে মোবারক হোসেন (২০)।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুস সালাম জানান, যশোর থেকে পাবনা যাওয়ার পথে একটি ডালবোঝাই ট্রাক ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। মোবারক হোসেনের মরদেহ ভোরে এবং সোহেল শেখের মরদেহ সকাল ৮টায় উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটিও নদী থেকে তোলা হয়েছে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। ভোরে ট্রাকের হেল্পার মোবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। সকালেই চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর