Logo

সারাদেশ

১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:৩৯

১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নেয়।

কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে ফেরির মার্কিং বাতির আলো দেখা যাচ্ছিল না। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। পাশাপাশি পাটুরিয়া ঘাটে পাঁচটি ও দৌলতদিয়া ঘাটে চারটি ফেরিকে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট কমে আসতে শুরু করেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নৌ দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর