আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:০১
ঘন কুয়াশার কারণে রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটের সময় ১৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং সকাল সোয়া ১১টায় ১২ঘন্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে আটকে পড়া যানবাহনের যাত্রী ও যানবাহনের শ্রমিকদেরকে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি'র সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত গভীর হওয়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। এতে ফেরির মার্কিং বাতি এবং নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এমতাবস্থায় উক্ত নৌপথগুলোতে ফেরি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনুপযোগী হয়ে পড়ে।
দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার সকাল ১২টা ৪০ মিনিট পযর্ন্ত আরিচা-কাজিরহাট এবং শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার সকাল সোয়া ১১টা পযর্ন্ত পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন কর্তৃপক্ষ।
এ সময় ১টি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এছাড়া, পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কুমিল্লা, বাইগার ও শাহ পরান এবং দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত, হাসনাহেনা ও খান জাহান আলী ঘাটেই বেঁধে রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ‘রোববার সকাল ১১টা ৪০ মিনিটের সময় ঘন কুয়াশা কেটে গেলে উক্ত নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকারের ভিত্তিত্বে পারাপার করা হচ্ছে।’
সুমন হোসেন/এনএ

