মিরসরাইয়ে বাস দুর্ঘটনায় নেভী সদস্যসহ নিহত ৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:১১
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভী সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভী সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মার্চেন্ট নেভী সদস্য নাফিজ আহমেদ অয়ন। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। তিনি ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুরের কর্মস্থলে ফিরছিলেন। নিহত অন্য দুজন হলেন- চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার রিয়াজ উদ্দিন সড়কের আলী কন্ট্রাকটারের বাড়ির মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের মৃত নয়া বেপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, পুলিশ টিমও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় মূলত দাঁড়িয়ে থাকা ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা দেয়। আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
সাফায়েত মেহেদী/এমবি

