Logo

সারাদেশ

নওগাঁয় ১৪০০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:১৭

নওগাঁয় ১৪০০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

নওগাঁর পত্নীতলায় ১ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর পত্নীতলায় ১ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে পত্নীতলা উপজেলার নিউটা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৪ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. গোলাম রব্বানী (৩২)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার হরতকিডাংগা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় গোলাম রব্বানীর কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এম এ রাজ্জাক/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর