Logo

সারাদেশ

শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগে আটক ৯

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫

শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগে আটক ৯

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে ৯ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে নওগাঁ শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে ছয়জন পরীক্ষার্থী, দুইজন প্রশ্ন ফাঁস চক্রের সক্রিয় সদস্য এবং একজন অভিভাবক রয়েছেন। প্রশ্ন ফাঁস চক্রের সদস্যরা হলেন- পত্নীতলা উপজেলার মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার আহসান হাবিব (৪০)।

আটক পরীক্ষার্থীরা হলেন- আবু সাইদ, সারোয়ার হোসেন, হাবিবুর রহমান, ফারুক হোসেন, আতাউর রহমান ও রেহান জান্নাত। এছাড়া ফারাজুল ইসলাম নামে এক অভিভাবককেও আটক করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম এ রাজ্জাক/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর