Logo

সারাদেশ

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি সদর থানার পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা বরুন কুমার দেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি সদর থানার পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা বরুন কুমার দেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের আনন্দ নগর সুইচগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরুন কুমার দে খাগড়াছড়ি পৌরসভার আনন্দ নগর এলাকার বাসিন্দা এবং খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বরুন কুমার দে’র বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় গত ৫ জুলাইয়ের পর থেকে একাধিক মামলা দায়ের রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছোটন বিশ্বাস/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর