Logo

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৯:২৭

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। নিহত নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত ক্যাম্পের আই-ব্লকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুইপক্ষের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষ হয়। নুর কামাল গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউছার সিকদার বলেন, নিহত নুর কামাল একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’ ছিলেন। নিজের নামে বাহিনী গড়ে ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধ সংঘটন করতেন। রাতের সংঘর্ষের খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর