মানিকগঞ্জের দুর্গম চরে ডেবনেয়ার গ্রুপের কম্বল বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ডেবনেয়ার গ্রুপ।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের নছরতপুর হাজী মোহাম্মদ শেরজন খান মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডেবনেয়ার গ্রুপের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চলতি শীত মৌসুমে মোট ২০ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই বিতরণ তারই অংশ। শীতকষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানোয় গ্রুপটির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
কম্বল পাওয়ার পর নছরতপুর গ্রামের মাজেদা বেগম বলেন, ‘ঠাণ্ডায় অনেক কষ্ট হচ্ছিল, রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। এখন ভালোভাবে ঘুমাতে পারব। ডেবনেয়ার গ্রুপ প্রতি বছরই শীতে কম্বল ও ঈদে নানা সহায়তা দিয়ে থাকে।’
ডেবনেয়ার গ্রুপের প্রতিনিধি আকিবুল খান জানান, গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আইয়ুব খানের নির্দেশনায় তারা শীতার্তদের মধ্যে ২০ হাজার কম্বল বিতরণ করছেন। আরও ১০ হাজার কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে মানিকগঞ্জ, হরিরামপুর, দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, "ডেবনেয়ার গ্রুপ সব সময় দেশের দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি দায়িত্ব পালন আমাদের প্রধান কর্তব্য।"
এ সময় উপস্থিত ছিলেন ধুলশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, সহ-সভাপতি বিল্লাল খান, সজীব হোসেন সুরুজ খান, মাসুম খান, নোমান খান, রাশেদ খানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

