শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ২০:৫৭
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আমিনুল ইসলাম (২৫)।
রোববার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তেলিহাটি-টেংরা আঞ্চলিক সড়কের তেলিহাটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর থেকে জৈনা বাজারগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে মোটরসাইকেলচালক আমিনুল ইসলাম গুরুতর আহত হয়ে দুই পা ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
নিহত আমিনুল ইসলাম মাওনা উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ছিলেন। তিনি দশ বিঘা সামাদনগর সামার্কেটে মুদির দোকান পরিচালনা করতেন। দুর্ঘটনার সময় তিনি সুজুকি এসএফ মডেলের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আতাউর রহমান সোহেল/এআরএস

