Logo

সারাদেশ

শ্রীপুরে অবৈধ মাটি কাটার অভিযানে এক্সকেভেটর ও ড্রাম ট্রাক জব্দ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ২০:৫১

শ্রীপুরে অবৈধ মাটি কাটার অভিযানে এক্সকেভেটর ও ড্রাম ট্রাক জব্দ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুইটি এক্সকেভেটর ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাউরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রাম থেকে একটি ছোট ড্রাম ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়। একই ইউনিয়নের শিমুলতলা বিএনপি বাজার এলাকা থেকে আরও একটি এক্সকেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, জব্দকৃত যানবাহনগুলো আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর