Logo

সারাদেশ

বগুড়ায় ১০ কোটি টাকার নকল সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬

বগুড়ায় ১০ কোটি টাকার নকল সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সরকারি রাজস্ব কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত একটি বড় ধরনের অবৈধ সিগারেট কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলা যৌথ অভিযানে প্রায় ১০ কোটি টাকার নকল সিগারেট তৈরির যন্ত্রপাতি, বিপুল পরিমাণ ভেজাল তামাক ও নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় শাহিনুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি নামহীন কারখানায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। তারা জানান, অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়কে কাঠের গুঁড়া মিশ্রিত তামাক ব্যবহার করে বিভিন্ন নামি ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদন করা হচ্ছিল।

অভিযানে কারখানাটি থেকে উদ্ধার করা হয় প্রায় ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকার ভুয়া সিগারেটের মোড়ক, ১০ মণ ভেজাল তামাক এবং আনুমানিক ১০ কোটি টাকার সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি। কারখানার রেজিস্টার ও স্টক খাতা পর্যালোচনায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদা আলমের স্বাক্ষর পাওয়া গেছে। এই তথ্য পুরো ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা দাবি করেছেন, সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও মৌন সমর্থনের কারণে দীর্ঘদিন ধরে কারখানাটি নির্বিঘ্নে চালু থাকত। বিষয়টি জানতে চাইলে সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার সেন কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযান চলাকালে কারখানার মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলে পাঁচজন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান শ্রমিকদের মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়।

ইউএনও জিয়াউর রহমান জানান, রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দকৃত মালামাল আগামী বৃহস্পতিবার ধ্বংস ও বাজেয়াপ্ত করা হবে।

সংশ্লিষ্ট মহল মনে করছেন, প্রশাসনের নাকের ডগায় সরকারি কর্মকর্তাদের যোগসাজশে এত বড় পরিসরে নকল সিগারেট উৎপাদনের পেছনে আরও প্রভাবশালী একটি চক্র জড়িত থাকতে পারে। পুরো বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

জুয়েল হাসান/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউএনও বগুড়া সিটি কর্পোরেশন মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর