Logo

সারাদেশ

শাওন হত্যার বিচার চেয়ে মদনে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২০:৪৫

শাওন হত্যার বিচার চেয়ে মদনে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোনার মদনে স্কুলছাত্র শাওন হত্যার প্রতিবাদে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহত শাওন একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভূইহাটি গ্রামের দুলন মিয়ার পুত্র।

গত ২৯ ডিসেম্বর রাতে গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী যতীন্দ্রগঞ্জ বাজারের সামনের হাওরে হিজল গাছের নিচে শাওনকে হত্যার পর তার রক্তাক্ত দেহ ধানের জমিতে ফেলে রাখা হয়। এলাকাবাসী কাজ করতে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ বলেন, ‘শাওন খুব ভালো ছাত্র ছিল। যারা তাকে হত্যা করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।’

বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর