৫০০ বছরের ঐতিহ্য : শ্রীপুরের বরমীতে জমজমাট সবজি হাট
আতাউর রহমান সোহেল, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২১:০১
ছবি : বাংলাদেশের খবর
শীতকালীন সবজিতে জমে উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার পাঁচশ’ বছরের ঐতিহ্যবাহী বরমী ভাসমান হাট। প্রতি বুধবার শীতলক্ষ্যা নদীর তীরে খেয়াঘাটে বসে এ হাট। ভোর থেকেই নৌকায় করে কৃষকেরা টাটকা সবজি নিয়ে আসেন, আর সকাল ৭টার মধ্যেই হাটে শুরু হয় জমজমাট কেনাবেচা।
সরেজমিনে দেখা যায়, শালগম, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ, আলু, মিষ্টিকুমড়া, শিম, লাউ, করলা, কচুসহ নানা জাতের শাকসবজি ও ফুল-চারা বিক্রি হচ্ছে। ট্রলার ও বড় নৌকায় পাইকারি ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে নিচ্ছেন।
-6967afd22c1d8.jpg)
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি হাটে ৬০ থেকে ৮০ হাজার কেজি সবজি কেনাবেচা হয়। শ্রীপুর ছাড়াও ময়মনসিংহের গফরগাঁও, পাগলা, টাংগাব এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে সবজি আসে। সবজি পরিবহন ও লোড-আনলোডে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করেন।
কাপাসিয়ার কৃষক রাকিব হাসান বলেন, ‘বরমীর হাটে ন্যায্য দাম পাওয়া যায় বলে আমরা এখানেই সবজি বিক্রি করতে আসি।’
পাইকারি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি প্রতি হাটে পাঁচ-ছয় লাখ টাকার সবজি কেনেন এবং তা ঢাকায় সরবরাহ করেন।
শ্রমিক আব্দুর রহিম বলেন, সবজি আনলোড করে দৈনিক ৫০০-৬০০ টাকা আয় করেন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান, শীতকালীন সবজির উৎপাদন ভালো হওয়ায় কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন। ভাসমান হাট কৃষকদের সরাসরি বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এআরএস

