Logo

সারাদেশ

ফরিদপুর-১ : মনোনয়ন ঝুলে রইল ড. শাহাবুদ্দিনের

Icon

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২২:০৩

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০০:২৬

ফরিদপুর-১ : মনোনয়ন ঝুলে রইল ড. শাহাবুদ্দিনের

ড. শাহাবুদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. শাহাবুদ্দিন আহমেদের মনোনয়ন এখনো বৈধ ঘোষণা করা হয়নি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি করা হয়। এতে তার কোনো কাগজপত্র ঠিক নেই বলে জানা যায়। তাকে সঠিক কাগজাদিসহ পুনরায় ইসিতে যেতে সময় দেওয়া হয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি এখনো ঝুলেই রইল।

এর আগে, গত ৩ জানুয়ারি ১ শতাংশ ভোটারের তালিকায় গরমিলের অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

সংশোধনী ও দুঃখপ্রকাশ :

এই প্রতিবেদন প্রথম প্রকাশে বলা হয়েছিল, ড. শাহাবুদ্দিন আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে প্রার্থিতা ফিরে পাওয়ার তথ্যটি সঠিক নয়। পরবর্তীতে যাচাই শেষে সঠিক তথ্য দিয়ে প্রতিবেদনটি আপডেট করা হয়েছে। এ কারণে পাঠকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। - প্রধান, ডিজিটাল সংস্করণ; বাংলাদেশের খবর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর