Logo

সারাদেশ

গাজীপুরে পুকুর থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৩১

গাজীপুরে পুকুর থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুর থেকে ৫ থেকে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বোম ডিসপোজাল ইউনিট বস্তুগুলো পরীক্ষা করবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে স্থানীয়রা পুকুরে এসব বস্তু দেখতে পান।

সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে জাহাঙ্গীর নামে এক যুবক কলেজের পূর্ব পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল টানেন। জাল তোলার সময় একটি শপিং ব্যাগ উঠে আসে, যার ভেতরে ইট দিয়ে বাঁধা অবস্থায় কয়েকটি ককটেল সদৃশ বস্তু ছিল।

স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুকুরের ইজারাদার জাহাঙ্গীর জানান, ‘আমি কলেজ পুকুরটি লিজ নিয়েছি। সকালে জাল টানার সময় শপিং ব্যাগ উঠে আসে, ভেতরে ইট বাঁধা কিছু বোমা সদৃশ বস্তু দেখতে পাই। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।’

স্থানীয় বাসিন্দারা জানান, জালের সঙ্গে ব্যাগটি উঠতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সবাই নিরাপদ দূরত্বে সরে যায়।

যুবদল নেতা বাপ্পি বলেন, ‘ঘটনাটি খুবই উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত তা বের করার দাবি জানাই।’

মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, ‘এ ধরনের বিস্ফোরক এলাকায় পাওয়া যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করি। বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি পরীক্ষা করবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর