Logo

সারাদেশ

শ্রীপুরে পুকুর থেকে ৭ বোমা সদৃশ বস্তু উদ্ধার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

শ্রীপুরে পুকুর থেকে ৭ বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে ৭ বোমা সদৃশ বস্তু উদ্ধার। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার সংলগ্ন পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুর থেকে লাল কস্টিপে মোড়ানো সাতটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে পুকুরে মাছ ধরার জাল টানতেই উঠে আসে ইট বাঁধা একটি শপিং ব্যাগ। ব্যাগের ভেতরে বোমা সদৃশ এ বস্তুগুলো পাওয়া যায়।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পুলিশকে খবর দেন।

পরে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেয়। সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

দুপুর পৌনে ১টার দিকে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে।

স্থানীয়রা জানান, পুকুরের ইজারাদার জাহাঙ্গীর ও আরও দুইজন সকালে মাছ ধরতে নামেন। দক্ষিণ পাশ থেকে জাল ঘুরিয়ে উত্তর পাশে আনার সময় ব্যাগটি জালের সঙ্গে ওঠে। কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে ইট দিয়ে বাঁধা সাতটি বোমা সদৃশ বস্তু রয়েছে।

ইজারাদার জাহাঙ্গীর বলেন, আমি কলেজের পুকুরটি লিজ নিয়েছি। সকালে মাছ ধরার সময় জাল টানতে গিয়ে একটি শপিং ব্যাগ পাই। ব্যাগের ভেতরে ইট বাঁধা কয়েকটি বোমা সদৃশ বস্তু ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা জলিল জানান, জালের সঙ্গে ব্যাগটি ওঠার পরপরই সবাই আতঙ্কিত হয়ে নিরাপদ দূরত্বে সরে যান।

যুবদল নেতা বাপ্পি বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করা জরুরি।

মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, এ ধরনের বিস্ফোরক এলাকায় পাওয়া যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা নিরাপদ করেছে। বোমা ডিসপোজাল ইউনিট বিষয়টি পরীক্ষা করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর