রূপগঞ্জে সেনা অভিযানে দেড় কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় তিন যুবককে গ্রেপ্তার করা হয়। ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লাভড়াপাড়া এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৩৫ কেজি গাঁজা, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২৯০ বোতল ফেন্সিডিল এবং ১ হাজার ৩৩১ বোতল ইস্কাব উদ্ধার করা হয়।
রূপগঞ্জ সেনাক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফ রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লাভড়াপাড়া এলাকার আমানুল্লাহর ছেলে তানজিদ, একই এলাকার আলাউদ্দিনের ছেলে রিফাত এবং পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাভড়াপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার তিনজনকে উদ্ধার করা মাদকসহ রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সেনাবাহিনী আরও জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন বি আকাশ/এমবি

