হাদি হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মার্চ ফর ইনসাফ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা। ছবি : বাংলাদেশের খবর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে একটি বিশাল মোটরসাইকেল ও পিকআপ র্যালি বের হয়।
র্যালিটি গাইটাল, বড়পুল ও সগড়া এলাকা প্রদক্ষিণ করে শহীদ শরীফ উসমান হাদি সড়ক হয়ে জেলাখানা মোড় অতিক্রম করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসউদুর রহমান আদনান বলেন, শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড জাতির জন্য গভীর ক্ষতি। অবিলম্বে এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নিয়ে হত্যার বিচার দাবি করেন।
আব্দুর রউফ ভুঁইয়া/এমবি

