Logo

সারাদেশ

ফরিদপুর-১

খন্দকার নাসিরের মনোনয়ন বাতিল হবে কি না— শনিবার ইসির সিদ্ধান্ত

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫০

খন্দকার নাসিরের মনোনয়ন বাতিল হবে কি না— শনিবার ইসির সিদ্ধান্ত

বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ও (ইনসেটে) এনডিএফ প্রার্থী শাহ্ মো. আবু জাফর

ফরিদপুর-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই আসনের অপর প্রার্থী শাহ্ মো. আবু জাফরের দায়ের করা আপিলের শুনানি আগামী শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি প্রার্থিতা ফিরে পাবেন নাকি বাতিল হবে, তা জানা যাবে এদিন। শুনানি ঘিরে তাই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ বাড়ছে।

খন্দকার নাসিরুলের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে গত রোববার (১১ জানুয়ারি) সকালে জাতীয় ঐক্য ফ্রন্টের (এনডিএফ) প্রার্থী শাহ্ মো. আবু জাফর নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন। আবেদনে তিনি দাবি করেন, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় খন্দকার নাসিরুল ইসলামের দাখিল করা নথিপত্রে একাধিক গুরুতর অসঙ্গতি পাওয়া যায়।

আপিল আবেদনে উল্লেখ করা হয়, নাসিরুল ইসলামের দাখিল করা আয়কর সনদ তার নিজের নামে ইস্যুকৃত নয়। পাশাপাশি আয়কর নথিতে প্রদত্ত তথ্যের সঙ্গে হলফনামায় উল্লেখিত তথ্যের মিল নেই। মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত কয়েকটি কাগজপত্র আইনগতভাবে ত্রুটিপূর্ণ বলেও অভিযোগ তোলা হয়।

শাহ্ মো. আবু জাফরের অভিযোগ, এসব ত্রুটি থাকা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল না করে সংশোধনের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সুযোগ দিয়েছেন, যা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট ব্যত্যয়। এ কারণে তিনি নির্বাচন কমিশনের কাছে নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের আবেদন জানান। একই সঙ্গে মনোনয়ন যাচাই-বাছাইয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা তদন্তের দাবিও জানান।

এ বিষয়ে শাহ্ মো. আবু জাফর বলেন, আমি ন্যায়বিচারের প্রত্যাশায় নির্বাচন কমিশনে আপিল করেছি। আইন ও বিধিমালা অনুযায়ী সুষ্ঠু সিদ্ধান্তই কাম্য।

এদিকে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা শুরু থেকেই খন্দকার নাসিরকে সুবিধা দিয়ে আসছেন। আমরা এই পক্ষপাতমূলক আচরণ মানি না। আশা করছি, ইসি নাসিরের মনোনয়ন অবৈধ ঘোষণা করবে।

বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা পাঁচ লাখের বেশি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর এ আসনের নির্বাচনী পরিস্থিতি নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর