আলফাডাঙ্গায় খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শীতবস্ত্র বিতরণ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৬
ছবি : বাংলাদেশের খবর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় দোয়া মাহফিল, তবারক বিতরণ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজনের ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে এলাকার অর্ধশতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে তবারক দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শওকত আলী ছোটন, উপজেলা বিএনপির সদস্য মান্নান শেখ এবং ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন মোল্যা প্রমুখ।
আয়োজক সাজ্জাদ হোসেন সুজন বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জনগণের অধিকার আদায়ের আপসহীন প্রতীক। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
মিয়া রাকিবুল/এআরএস

