Logo

সারাদেশ

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৮

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ছবি : বাংলাদেশের খবর

সিলেটের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্যামলি বাস সার্ভিসের চালক মুজিবুর রহমান ও হেল্পার রবি দাস। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস ভোর সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে আসার সময় সিলেট থেকে যাওয়া শ্যামলি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও সংঘর্ষের কবলে পড়ে।

দুর্ঘটনায় এনা ও শ্যামলি বাসের সম্মুখভাগ সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায়। ঘটনাস্থলেই শ্যামলি বাসের চালক ও হেল্পার মারা যান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের টিম, স্থানীয় থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে, দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

মো. রেজাউল হক ডালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর