Logo

সারাদেশ

নুরের আসনের দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

নুরের আসনের দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

নির্বাচনী রাজনীতির টানাপোড়েনের মধ্যে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩) উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ দুই উপজেলার কমিটি বিলুপ্তির তথ্য জানানো হয়।

চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবরে পাঠানো হয়।

দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার এবং সাধারণ সম্পাদক শাহ আলুম শানু। অন্যদিকে, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই উপজেলার এই নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করার বিষয়ে অনড় ছিলেন। তারা পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোট প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ করতে রাজি ছিলেন না।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর