গ্রাফিক্স : বাংলাদেশের খবর
পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি চাষের সময় ট্রাক্টরের হালের নিচে পিষ্ট হয়ে অন্তর চন্দ্র বর্মন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বোদার চন্দনবাড়ী ইউনিয়নের ভোটাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরটির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজেদের জমির সীমানা দেখিয়ে দিতে কিশোরটি চাষের ট্রাক্টরে উঠে বসে। কিন্তু ট্রাক্টরটি চালানোর সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে সে নিচে পড়ে যায় এবং ট্রাক্টরের ঘূর্ণায়মান হালের নিচে পিষ্ট হয়। এতে তার দেহ মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক্টর চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘জমি চাষ দেওয়ার সময় ট্রাক্টর থেকে পড়ে হালের নিচে পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। চালক পলাতক থাকলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে।’
এসকে দোয়েল/এআরএস

