Logo

সারাদেশ

সব বাধা মোকাবিলায় সরকার প্রস্তুত : রিজওয়ানা হাসান

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ২০:৫০

সব বাধা মোকাবিলায় সরকার প্রস্তুত : রিজওয়ানা হাসান

ছবি : বাংলাদেশের খবর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দায়িত্ব কেবল অন্তর্বর্তীকালীন সরকারের নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোটকেন্দ্রে যেতে হবে। সরকার সব বাধা মোকাবিলায় প্রস্তুত। সরকারের সবচেয়ে বড় শক্তি এ দেশের জনগণ ও ভোটার।’

রোববার (১৮ জানুয়ারি) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘গণভোট’ প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘৬টি সংস্কার কমিশন ভোটের অধিকার, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে। তারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করেছে। প্রশাসন দলীয় প্রভাবমুক্ত করতে ও সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা ১২টি বিষয় চিহ্নিত করেছি। চারটি প্রশ্নসহ গোলাপি ব্যালট পেপার দেওয়া হবে। সত্যিকার জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব চাইলে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’-তে সিল দিন।’

তিনি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতের শক্তিশালী মাধ্যম।

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর।

সভার আগে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এই প্রচারণা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

প্রসঙ্গত, উপদেষ্টা হাসান তিস্তা মহাপরিকল্পনা বিষয়েও বলেন, প্রকল্প বাস্তবায়নে চীনের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় আছে অন্তর্বর্তীকালীন সরকার। নথি চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন সংক্রান্ত আলোচনা সম্পন্ন হয়েছে।

চীনের বিশেষজ্ঞ দল প্রকল্পের আর্থিক ও কারিগরি দিক মূল্যায়ন করছে। চূড়ান্ত সম্মতি মিললেই কাজ শুরু হবে। এ প্রকল্প উত্তরাঞ্চলের কৃষি, সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি উল্লেখ করেন।

তৈয়ব আলী সরকার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সৈয়দা রিজওয়ানা হাসান সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর