‘এক বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে জামায়াতের উচ্চাভিলাষ’
এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ২১:০৩
ছবি : বাংলাদেশের খবর
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক এ এম এম কামাল উদ্দিন বলেছেন, ‘এক বক্স নীতি’ ভেস্তে যাওয়ার পেছনে প্রধান কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘অতি রাজনৈতিক উচ্চাভিলাষ ও একচ্ছত্র আধিপত্যের মনোভাব’।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বিগত সময়ে ইসলামী শক্তির ঐক্যের জন্য ইসলামী আন্দোলন মাঠে নেমেছিল। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন সমঝোতার আলাপে একতরফা শর্ত চাপানো শুরু করে। তারা সমমর্যাদার শরিক না ভেবে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলকে অধস্তন হিসেবে দেখার চেষ্টা করে, যা ঐক্যের পরিপন্থী।’
গত কয়েকদিন ধরে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে কামাল উদ্দিন বলেন, ‘ইসলামী আন্দোলন ১৫০ বা ২০০ আসন দাবি করছে—এমন গুজব ছড়ানো হচ্ছে। বাস্তবে দেশব্যাপী জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪৩টি আসন আলোচনার টেবিলে রাখা হয়েছিল। কিন্তু গোপনীয় সেই তথ্য মিডিয়ায় ফাঁস করে দেয়া হয়। আমরা এটাকে টেবিলে থাকা ব্যক্তিদের চক্রান্ত বলেই দেখছি।’
তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলনকে ‘জিততে পারে না’ এমন ন্যারেটিভ তৈরি করে কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। অথচ বিভিন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন লক্ষাধিক ভোট পেয়েছে। এনসিপিকে ইচ্ছাকৃতভাবে শক্তিশালী দেখিয়ে আমাদের আসন দাবিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।’
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি সবাই একসাথে জিতবে, তবে শরিকদের দুর্বল প্রমাণের চেষ্টা কেন? যদি সমঝোতা আন্তরিক হয়, তবে ভেতরে ভেতরে ভিন্ন ন্যারেটিভ কেন? ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে, তবে তাদের ভয়ই বা কেন?’
ইসলামী আন্দোলনের অবস্থান জানিয়ে প্রার্থী বলেন, ‘আমরা ঐক্য, নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে। ইসলামী রাজনীতিকে কোনো এককের মালিকানায় পরিণত করার বিপক্ষে আমরা। ইসলামী আন্দোলন কারও করুণার রাজনীতি করে না।’
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের উপদেষ্টা হাজী আলাউদ্দীন তালুকদার, সভাপতি মুফতি নূরউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এআরএস

