দীর্ঘ আন্দোলনের পর শ্রীপুর স্টেশনে প্রথমবারের মতো থামল ব্রহ্মপুত্র এক্সপ্রেস
আতাউর রহমান সোহেল, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:১৫
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের নিয়মিত যাত্রাবিরতি শুরু হয়েছে। দীর্ঘ তিন বছরের আন্দোলনের পর রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেন নম্বর ৭৪৩/৭৪৪ আনুষ্ঠানিকভাবে এই স্টেশনে প্রথম থামে।
স্থানীয় ব্যবসায়ী তপন বনিকের নেতৃত্বে ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে এই যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করে আসছিলেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তাদের দাবির প্রেক্ষিতে শ্রীপুর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস থামানোর অনুমোদন দেয়।
রেলওয়ে সূত্র জানায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস সকাল ১০টা ৩৫ মিনিটে শ্রীপুরে পৌঁছায় এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ট্রেনটিও একইভাবে এই স্টেশনে থামবে। শ্রীপুর থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক আসনের টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
প্রথম যাত্রাবিরতি উপলক্ষে শ্রীপুর রেলস্টেশনে উৎসবের আবহ তৈরি হয়। ট্রেন থামার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা আনন্দ প্রকাশ করেন। বাদ্যযন্ত্র সহকারে আনন্দ র্যালি বের করা হয়। লোকোমাস্টারকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আন্দোলনের সমন্বয়ক তপন বনিককে ফুলের মালা পরানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই যাত্রাবিরতির ফলে শ্রীপুর শিল্পাঞ্চলের সঙ্গে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাতায়াত সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।
বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিনের দাবি আজ বাস্তবায়িত হয়েছে। এটি শ্রীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক অর্জন।’
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘এখন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস নিয়মিত শ্রীপুরে যাত্রাবিরতি করবে এবং স্টেশন থেকেই যাত্রীরা টিকিট কিনতে পারবেন।’
এআরএস

