Logo

সারাদেশ

বান্দরবানে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩২

বান্দরবানে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। চলমান শীত মৌসুমে দুর্গতদের সহায়তা দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম পালন করা হয়।

সোমবার  (১৯ জানুয়ারি) সকালে শহরের হাফিজিয়া মাদ্রাসা মাঠে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পাহাড়ে তীব্র শীতের সময় অসহায় মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য রেড ক্রিসেন্ট সবসময় তাদের পাশে আছে। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোমেন চৌধুরী, সেক্রেটারি শহিদুর রহমান, ইউনিট অফিসার আসশাদুল হায়দার, কার্যনির্বাহী সদস্য মাধবী মারমা, আবুল বাশার নয়ন ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেনসহ ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর