Logo

সারাদেশ

পারিবারিক মনোমালিন্যে বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৭

পারিবারিক মনোমালিন্যে বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে বিষপানে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পারিবারিক অমিমাংসিত মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটে।

নিহত আরিফা আক্তার (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের কালার বাড়ি মোড় এলাকার আলফাজ উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুর বাজার রফিক রাজু ক্যাডেট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। সোমবার ভোররাতে ফজরের নামাজের আগে আরিফার কক্ষ থেকে অস্বাভাবিক আওয়াজ শুনে পরিবারের সদস্যরা ছুটে যান। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল আনুমানিক ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই আমি তাকে লালন-পালন করেছি। সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ভোরে তার কক্ষ থেকে শব্দ শুনে দরজা খুলে তাকে উদ্ধার করি। চিকিৎসকরা জানিয়েছেন, বিষপানের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলায় আরিফা তার মাকে হারায়। বড় ভাইয়ের স্নেহেই বড় হচ্ছিল সে। পারিবারিক কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে মনোমালিন্য হতো।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর