Logo

সারাদেশ

ফরিদপুর-১ আসন

সাংবাদিকরাই আমার অভিভাবক : অপু ঠাকুর

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

সাংবাদিকরাই আমার অভিভাবক : অপু ঠাকুর

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ফরিদপুর জেলা নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, ‘সাংবাদিকরাই আমার অভিভাবক। আমার কোনো রাজনৈতিক পটভূমি নেই; পরিবারেও কেউ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।’

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে আয়োজিত এ মতবিনিময়ে তিনি সাংবাদিকদের ‘সমাজের দর্পণ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘সাংবাদিকদের সৎ ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই জনগণের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব। ফরিদপুর-১ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করতে সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও জানান, জনগণের কথা জনগণের ভাষায় তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার ওপর তিনি আস্থা রাখেন।

মতবিনিময় সভায় বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহসভাপতি কাজী আমিনুল ইসলাম, জাকির হোসেন, আমীর চারু বাবলু, হাসান মাহমুদ মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর