‘হ্যাঁ’ ভোটের প্রচারণা না চালালে আমাদের দায়িত্বে অবহেলা হবে : জ্বালানি উপদেষ্টা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৫১
জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোটের কার্যক্রম কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, বরং রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ ৯ মাস আলোচনার ভিত্তিতেই এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘গণভোটের পক্ষে প্রচারণা চালানো আমাদের দায়িত্ব। এটা যদি আমরা না করি, তবে আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্বে অবহেলা করব।’
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণভোটের প্রচারণা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাজারে চলমান এলপিজি বা সিলিন্ডার গ্যাসের সংকটের কথা স্বীকার করে জ্বালানি উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘কেবলমাত্র বেসরকারি খাতের ওপর এলপিজি বাজার ছেড়ে রাখা ঠিক হবে না। এতে ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই কিছুক্ষণ আগেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে।’
তিনি আশাপ্রকাশ করেন যে, সরকারি পর্যায়ে এলপিজি আমদানি শুরু হলে বাজারে ভারসাম্য ফিরে আসবে এবং কেউ সিন্ডিকেট করে অনৈতিক সুযোগ নিতে পারবে না।
উপদেষ্টা ফাওজুল কবির খান স্পষ্ট করেন যে, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ এই গণভোট একক সিদ্ধান্তে নেয়নি। দেশের রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘদিনের আলোচনার ফসল হিসেবেই এই গণতান্ত্রিক প্রক্রিয়াটি বেছে নেওয়া হয়েছে। তাই সরকারের পক্ষ থেকে এর গুরুত্ব জনগণের কাছে তুলে ধরা আইনসম্মত ও নৈতিক দায়িত্ব।
প্রচারণা অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠানটি মানিকগঞ্জের স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।
এমএইচএস

