Logo

সারাদেশ

মিঠাপুকুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাল্যবিবাহের অভিযোগ

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৭:২৪

মিঠাপুকুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাল্যবিবাহের অভিযোগ

ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাল্যবিবাহের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. হালিম বলদিপুকুর শাহ আবুল কাসেম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক।

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে নিজ বিদ্যালয়েরই একজন এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখেন। পরে তিনি ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে গোপনে বিয়ে করেন বলেন অভিযোগ রয়েছে। আইনত বাল্যবিবাহের অন্তর্ভুক্ত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, ‘শিক্ষক জাতি গঠনের কারিগর। তার এমন আচরণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের পরিবেশকে হুমকির মুখে ফেলেছে।’

অভিভাবকরা আরও জানান, দুই সন্তান ও স্ত্রী থাকা সত্ত্বেও শিক্ষকের এমন আচরণে তারা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ জানান, ইতোমধ্যে অভিযোগ পাওয়া গেছে এবং অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে অভিযুক্ত শিক্ষকের দ্রুত তদন্ত ও শাস্তি নিশ্চিত করতে চান এলাকাবাসী।

রাখিবুল হাসান রাখিব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর