ফরিদপুর-১ : জামায়াতের সমর্থনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৯:০৯
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন।
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে ১০ দলীয় জোটের ঐক্য সুসংহত করতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যার সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার কাছে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। জোটের সিদ্ধান্ত ও সংহতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইন তার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মুফতি শারাফাত হোসাইন বলেন, জোটের বৃহত্তর স্বার্থে ও ভোট বিভাজন রুখতে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যাকে বিজয়ী করতে কাজ করব।
মিয়া রাকিবুল/এমবি

