চাঁদপুরের ৫ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৫
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ২০:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৫ জন প্রার্থী। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৫ জন প্রার্থী। এসব আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭০ জন। মনোনয়নপত্র জমা দেন ৪৬ জন। বৈধ প্রার্থী ছিলেন ৩০ জন। ১৬ জনের প্রার্থিতা বাতিল হয়। আপিলে প্রার্থিতা ফেরত পান ১১ জন। প্রার্থিতা প্রত্যাহার করেন ৬ জন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) : এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন। জমা দেন ৭ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ৪ জন। বাতিল হয় ৩ জন। আপিলে ফেরত প্রার্থীর সংখ্যা ৩ জন। একজন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৬ জন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) : এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০ জন। জমা দেন ১২ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ৫ জন। বাতিল হয় ৭ জন। আপিলে ফেরত প্রার্থীর সংখ্যা ৫ জন। দুইজন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) : এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৯ জন। জমা দেন ৯ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ৮ জন। বাতিল হয় ১ জন। আপিলে ফেরত প্রার্থীর সংখ্যা ১ জন। দুইজন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৭ জন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) : এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন। জমা দেন ১০ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ৬ জন। বাতিল হয় ৪ জন। আপিলে ফেরত প্রার্থীর সংখ্যা ২ জন। বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ৮ জন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) : এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১১ জন। মনোনয়নপত্র জমা দেন ৮ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন। বাতিল হয় ১ জন। একজন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৬ জন।
এসব আসনের মধ্যে বিএনপির একক প্রার্থী থাকলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান।
এছাড়াও ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনিসুর রহমান শেষ দিনে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে এ আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত প্রার্থী আবু নসর মো. মকবুল আহমদ।
আলআমিন ভূঁইয়া/এমবি

