Logo

সারাদেশ

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খাঁন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:২৮

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খাঁন

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, তিনি কোনো সাংবাদিককে হুমকি দিতে চান না। তবে তার সম্পর্কে সংবাদ প্রকাশের সময় তার বক্তব্য নেওয়া বাধ্যতামূলক করতে চান তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ বক্তব্য দেন।

রাশেদ খাঁন দুটি জাতীয় পত্রিকার নাম উল্লেখ করে বলেন, ‘দুইটি পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ছিল—‘একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল বিএনপি অনড়, রাশেদ খান চ্যালেঞ্জের মুখে’। আমি ওই পত্রিকার জেলা প্রতিনিধিকে ফোন করলে তিনি বলেন, কালীগঞ্জের একজন অনলাইন প্রতিনিধির মাধ্যমে সংবাদটি এসেছে। পরে সেই অনলাইন প্রতিনিধিকে ফোন দিলে তিনি জানান, ‘একজন’ সংবাদ লিখে পাঠিয়েছেন।’

রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ‘যার নাম নেই, পরিচয় নেই, তিনি সংবাদ লিখে পাঠালেন আর সেটি আপনি প্রকাশ করলেন? আমার সম্পর্কে সংবাদ করতে আপত্তি নেই, কিন্তু সেটি করতে হলে অবশ্যই আমার বক্তব্য নিতে হবে। এটাই সাংবাদিকতার নিয়ম।’

একটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘কীভাবে এই সংবাদটি হলো, আমি তা জানতে চাই। কালীগঞ্জে এই ধরনের সাংবাদিকতা চলবে না। এখানে কেবল বস্তুনিষ্ঠ, সত্য ও ন্যায়পরায়ণ সাংবাদিকতাই চলবে।’

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ‘আমি কোনো সাংবাদিককে হুমকি দিচ্ছি না বা দিতে চাই না। আমাকে নিয়ে সংবাদ করতে হলে অবশ্যই আমার বক্তব্য নিতে হবে।’

রাজনৈতিক প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘তাদেরক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠন করবে। বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এখন অন্য কোনো দলের নেই। আমরা সবাই মিলে তারেক রহমানের হাত শক্তিশালী করব। তবে বিএনপির নেতা হলে দলের আনুগত্য মেনে চলতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করলে দল থেকে বিচ্যুত হতে হবে এবং তখন রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যায়। বিএনপির অনেক বড় নেতাই দল ত্যাগ করার পর রাজনীতি থেকে হারিয়ে গেছেন। তাই সবাইকে তারেক রহমানের নির্দেশনা মেনে ধানের শীষের (বিএনপির নির্বাচনী প্রতীক) পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন প্রমুখ।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর