Logo

সারাদেশ

পঞ্চগড়ে ১৫ দিন পর তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে, কাটল শৈত্যপ্রবাহ

Icon

এসকে দোয়েল, পঞ্চগড়

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪১

পঞ্চগড়ে ১৫ দিন পর তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে, কাটল শৈত্যপ্রবাহ

ছবি : বাংলাদেশের খবর

টানা ১৫ দিন পর হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করেছে। এতে জেলায় গত দুই সপ্তাহ ধরে চলা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের অবসান ঘটল। তবে তাপমাত্রা বাড়লেও বুধবার (২১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার তেঁতুলিয়াতেই।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টাতেও একই তাপমাত্রা ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ১৬ দিনের মধ্যে ১১ দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই অঞ্চলে।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরেই কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলেছে। তবে বাতাসের আর্দ্রতা শতভাগ থাকায় সকাল ১০টা পর্যন্ত রোদের উষ্ণতা তেমন অনুভূত হচ্ছিল না। দুপুর পর্যন্ত গরম কাপড় পড়েই থাকতে দেখা গেছে এলাকাবাসীকে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন কঠিন শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন।

এদিকে টানা শীতের প্রভাবে পঞ্চগড়ে শীতজনিত রোগব্যাধি বেড়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে ওঠায় টানা ১৫ দিনের শৈত্যপ্রবাহ কেটেছে। তবে দিনের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকলেও রাতের বেলা এখনো বেশ ঠান্ডা। আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর