Logo

সারাদেশ

চরমোনাই পীরের সঙ্গে বরিশালে সাংবাদিকদের মতবিনিময়

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

চরমোনাই পীরের সঙ্গে বরিশালে সাংবাদিকদের মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের (শায়েখে চরমোনাই) সঙ্গে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘দেশ বর্তমানে নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচন নতুন বিন্যাসের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে আমরা জনগণের সমর্থন চাই।’

শায়েখে চরমোনাই জানান, জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে বরিশাল অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখবেন। পাশাপাশি বরিশাল অঞ্চলের সার্বিক উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি এহসান মুহাম্মদ আবুল খায়েরসহ বরিশাল মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজী আরিফুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চরমোনাই পীর সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর