Logo

সারাদেশ

ভাগিনার বিয়েতে যাওয়ার পথে বাসচাপায় মামা নিহত

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫০

ভাগিনার বিয়েতে যাওয়ার পথে বাসচাপায় মামা নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় ভাগিনার বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়ার পথে বাসের চাপায় শাহজালাল হাওলাদার (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা হায়দার আলী (৭০)। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় ভাগিনার বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়ার পথে বাসের চাপায় শাহজালাল হাওলাদার (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা হায়দার আলী (৭০)।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওমেদপুর কালভার্টসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল হাওলাদার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের বাসিন্দা। তিনি লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগিনার বিয়ে উপলক্ষে দুপুরের দিকে শাহজালাল হাওলাদার তার বাবা হায়দার আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বরযাত্রী হিসেবে লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে চাকামাইয়া ইউনিয়নের নিশানাবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে ওমেদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাকারিয়া জাহিদ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর