বালুঘাট দখল নিয়ে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২০:০৮
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বালুঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। একই রাতে শ্রমিকদল নেতার বাড়ির গেটেও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকায়। গুলিবিদ্ধ যুবকের নাম আকাশ হোসেন (৩০)। তিনি সদকী ইউনিয়নের চর আগ্রাকুণ্ডা গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। পেশায় তিনি শ্রমিক। গুলিতে তার বাম পায়ে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকায় শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লার বাড়ির গেটে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তিনি যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক। কিছুক্ষণ পর লালনবাজার এলাকায় আকাশ হোসেনকে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পেছনে বালুঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ কাজ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, ২০২৩ সালে এলংগী আচার্য মৌজায় গড়াই নদী থেকে ড্রেজিংকৃত প্রায় ৭০ হাজার ঘনফুট বালু ইজারা দেয় পানি উন্নয়ন বোর্ড। কাজ পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। কিস্তির টাকা পরিশোধ না করায় একপর্যায়ে বালু উত্তোলন বন্ধ হয়ে যায়।
সম্প্রতি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ ও তার সহযোগীরা বকেয়া কিস্তির প্রায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করে বৃহস্পতিবার সন্ধ্যায় বালু উত্তোলন শুরু করেন। এ সময় শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লা ও তার লোকজন বালুর গাড়ি আটকে দিলে উত্তেজনা তৈরি হয়। এরই জেরে রাতে গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে আতিকুর রহমান সবুজ বলেন, সরকারি নিয়ম মেনে টাকা পরিশোধ করে বালু তোলা শুরু করা হয়েছে। কে বা কারা গুলি করেছে, তা তারা জানেন না।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা সবাই বালুবাহী ট্রাকের শ্রমিক। শুক্রবার দুপুরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও হোসেন ইমাম জানান, আহত আকাশের অবস্থা আপাতত আশঙ্কামুক্ত।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে।
এসএসকে/

