Logo

সারাদেশ

পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৮

পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী দিলীপ রায় (২৮) নিহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলীপ রায় ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। তিনি মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপ নিজ মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সেভেন ডিলাক্স’ বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকারী বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর