ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭
ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার এবং বাসচালক গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের চালক নবীন শেখ (২২) ও হেলপার রাশেদকে (৩০) মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- চাঁদনী (৩৫), স্মৃতি (১৯), আসমা (১৫), সাইদুর (৪০), মনোয়ার (৪০) ও আব্দুল মান্নান (৬২)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইমরান মুন্সী/এমবি

