শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোচালকদের
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরাতন বাজার এলাকায় পুলিশ ও অটোরিকশা চালকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরাতন বাজার এলাকায় পুলিশ ও অটোরিকশা চালকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। এতে দুই ঘণ্টা মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ হাজারো যাত্রী।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি পুরাতন বাজার ও তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় দুই শতাধিক অটোরিকশা চালক মহাসড়কে অবস্থান নেন। তাদের দাবি, মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।
অটোরিকশা চালকদের অভিযোগ, সকালে তাদের এক সহকর্মী মহাসড়ক পার হওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি দল তাকে আটক করে। তিনি যেতে না চাইলে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে চালকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।
শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, মহাসড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধভাবে মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে চালকরা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোহেল/এমবি

