গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ, ২ সন্তানসহ মায়ের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:১০
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল রেলওয়ে স্টেশন সংলগ্ন নয়নপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা নিহত দুই শিশুই মালার সন্তান বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে পূবাইল রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নপাড়া ফাটপার এলাকায় দুই সন্তানকে নিয়ে রেললাইনের ওপর দাঁড়ান মালা বেগম। ট্রেন কাছাকাছি এলে তিনি সন্তানদের নিয়ে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয় এবং তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ‘এক নারী তার দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
কাজী মো. আব্দুল মান্নান/এমএইচএসধি

