ভাঙ্গায় গরু ডাকাতির পিকআপ ও দেড় লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:০৪
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় গরু ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি, একটি গরু এবং গরু বিক্রির দেড় লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলার মিজান বেপারীর ছেলে মো. ফারুক হোসেন (৩৮), বরিশালের বাবুগঞ্জের মৃত নুরু মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (২৭) এবং ঢাকার কেরানীগঞ্জের বাবুল মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি গরু ব্যবসায়ী ওবায়দুর রহমান পাবনার ঈশ্বরদী উপজেলার হরণখোলা হাট থেকে তিনটি গরু কিনে একটি পিকআপে করে মাদারীপুরের রাজৈর উপজেলার উদ্দেশে রওনা দেন। ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন প্রাণিসম্পদ দপ্তরের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একটি দল তার গাড়ি আটকায় এবং তিনটি গরু ও দুটি পিকআপ গাড়ি ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সাহায্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বলেন, ‘গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
ইমরান মুন্সী/এআরএস

