Logo

সারাদেশ

ভূঞাপুরে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫২

ভূঞাপুরে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। বুধবার উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে। ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। পরে ভোটারদের তারা টাকা দিয়েছেন বলে তাদের ভিডিও ধারণ করে স্থানীয়রা। ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি পাঁচশ ও এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবী করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন। 

পরে এই ঘটনার ভিডিও মুহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। এই ঘটায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন। 

এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। 

এই ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবী করেছেন। 

অভিযোগে বলা হয়, উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয়। এ সময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, ‘ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় যায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে  টাকা বের করে এই ঘটনা ঘটিয়ে জামায়াতের উপর দোষ চাপাচ্ছে। এই অপপ্রচারের নিন্দা জানাই। এই ঘটনাসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’ 

রেজাউল করিম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর